সিলেট প্রতিনিধিঃ জাতীয়করণ বঞ্চিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবীতে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর মেজরটিলা এলাকায় চান মিয়া রানী বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান রুবেল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংগঠনের সহ-মহিলা সম্পাদীকা নিগার সুলতান, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মালিক, সুনামগঞ্জ জেলা সভাপতি সিদ্দিকুর রহমান, সিলেট জেলা সভাপতি বোরহান উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ শাহজাহান মিয়া, মোঃ ফরিদ উদ্দিন ও তোবাশ্বির চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারী সারাদেশের ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু এসময় সরকারি সকল শর্ত পূরণের পরেও ৪ হাজার ১শ ৫৯টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। জাতীয়করণ থেকে বঞ্চিত বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় প্রতিবছর ভালো ফলাফল করছে। কিন্তু সরকার প্রদত্ত অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় আগামী ১৬ জুন অনশন কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দাবি মানা না হলে আরোও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
Post Views:
0