রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলা দিয়ে প্রবাহিত মনু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এবং বন্ধের দাবিতে স্থানীয়রা রোববার তারাপাশা বাজারে এক মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার কয়েক হাজার লোক অংশ গ্রহণ করেন। বালু উত্তোলনের কারনে টেংরা-তারাপাশার মনু নদী চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
মুহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও হাফেজ রিয়াজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ এমদাদুল হক, মুহাম্মদ ওলীউর রহমান ও আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমুখ।
বক্তারা বলেন, জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা টিলেরপার গ্রামে মনু নদীর বাঁধ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ইতি মধ্যে প্রতি রক্ষা বাঁধের ৩/৪ হাত নদী গর্ভে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো সময় ওই স্থান ভেঙ্গে যেতে পারে। গত বছর এই বাঁধ ভাঙ্গার কারনে স্থানীয়রা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি। তার পরেও প্রশাসন ওই স্থান থেকে বালু উত্তোলন বন্ধ করেনি। একটি প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার কামারচাক ইউনিয়নের কালাইকোনা, ভোলানগর, কোনাগাঁও, দস্তিদারেরচক, ইসলামপুর, জালালপুর, তেঘরি, করাইয়া, মৌলভীরচক, আদমপুর, কামারচাক, খাসপ্রেমনগর, বিশালী, মিঠিপুর সহ প্রায় ২০টি গ্রাম ঝুঁকির মধ্যে রয়েছে।
Post Views:
0