স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শহরের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে যাকাত সুবিধাভোগী মধ্যে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এটি এম শরীফুল আলম সুমন এর সভাপতিত্বে ও ইঞ্জিণিয়ার হীরাজ আলী শাহ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইম্পিরিয়েল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, এডভোকেট হাবিবুর রহমান, ব্যবসায়ী সৈয়দ মহি উদ্দিন আহমদ চৌধুরী শাহীন, ¬েমৗলভীবাজার জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক ও মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ আল হামিদী প্রমুখ।
এসময় ২৬ জন সুবিধাভোগীদের মধ্যে কর্মসংস্থানের বিভিন্ন সামগ্রি তাদের হাতে তুলে দেয়া হয়।
Post Views:
0