ষ্টাফ রিপোর্টারঃ
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ রাজনগর উপজেলা শাখার উদ্যোগে সোমবার উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতিম ও সুধীজনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুলের সভাপতিত্বে ও ফুয়াদ আহমেদ মুরাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁন, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান মামুন, মওলানা মফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি আওয়াল কালাম বেগ, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, জেলা স্বজন সভাপতি প্রভাষক জসিম উদ্দিন ও মামুনুর রশিদ বকস প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, দৈনিক নয়াদিগন্তরে রাজনগর উপজেল প্রতিনিধি শংকর দুলাল দেব, জেলা স্বজনের সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান, যায়যায়দিন প্রতিনিধি ফরহাদ হোসেন, ইউপি সদস্য জাবেদ আহমদ, সিলেট মিররের জেলা প্রতিনিধি মুবিন খান ও শাওন মজুমদার প্রমুখ।
এছাড়াও রাজনগর শাখার সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী ও পেশার লোক এবং এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাজনগরে স্বজনের উদ্যোগে ইফতার
