ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম এর উপর মামলার প্রতিবাদে সোমবার বিকালে তিনি মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ইউনিয়নের মনসুর গ্রামের মোঃ সামসুর রহমান গত মাসে তার বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা, ৬ আনা সোনার কানের দুল চোরির অভিযোগে কাদিপুর ইউনিয়ন গ্রাম্য আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় রায়হান মিয়া, ইসরাঈল মিয়া ও আসদ আলীকে আসামী করা হয়। পরবর্তীতে ৫ মে বাদী ও বিবাদীর প্রতিনিধির উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে বিচার অনুষ্ঠিত হয়। বিচারে অভিযুক্ত ইসরাঈল মিয়া বাদী মোঃ সামসুর রহমান চৌধুরীর ক্ষতি পুরণ দিবেন বলেন স্বীকার করেন। রায়ের পরে ইসরাঈল মিয়া’র ছেলে আছদ আলী এ রায়ের জন্য তার বাবাকে দোষারোপ করেন। আছদ আলী বলে তার বাবা সাক্ষী দিয়ে তাকে চোর বানিয়েছেন। এই ঘটনায় অভিযান করে ৬ মে রাতে আছদ আলী কীটনাশক পানে মারা যায়।
পরবর্তীতে ৭ মে ইসমাঈল আলী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম, গ্রাম আদালতে মামলার বাদী মোঃ সামছুর রহমান, নজরুল ইসলাম সহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক এম এ কাইয়ুমকেও আসামী করা হয়েছে।
Post Views:
0