কুলাউড়া প্রতিনিধিঃ
“জীবন কে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই শে¬াগান কে সামনে রেখে মৌলভীবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে ও হাকালুকি যুব সাহিত্য পরিষদ এর সার্বিক সহযোগীতায় শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল এন্ড কলেজ এবং বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর এর সভাপতিত্বে ও হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতলিব, শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি, মৌলভীবাজার এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য আফজাল হোসেন শাহিদ, ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও প্রভাষক জসিম উদ্দিন প্রমুখ। এদিকে বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকালে একই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান এর সভাপতিত্বে ও নজরুল ইসলাম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতলিব, শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।
উভয় অনুষ্ঠানে বৈরি আবহাওয়ার মধ্যেও প্রায় ৫’শ শিক্ষার্থী উপস্থিত ছিল।
কুলাউড়ায় মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা
