কাতার প্রতিনিধি: কাতার প্রবাসী বাঙালীদের সংগঠন (পিআইবি) এর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সোনালি কন্ঠ পএিকার প্রধান উপদেষ্টা ও আল জাজিরা দোহা রিপোর্টার রাজনগরের সন্তান মো:ফাহাদ। বুধবার (০১ মে) বাংলাদেশ কনস্যুলেট এর একটি হল রুমে পিআইবি এর জরুরি সভা শেষে এই কমিটি ঘোষনা করেন বাংলাদেশ হাই কমিশন মো: আসুদ আহমেদ। কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাওফিক মুসা। এছাড়াও সদস্য পদে মো: রফিক, সেলিম মিয়া, আব্দুল বাছিত, আবু কায়ছার নোমান খলিল, আবু জাহির, সাজ্জাদ, লিটন, মোয়াজ, রাসেলসহ মোট ৪০ জন সদস্যের এই কমিটি গঠন করা হয়। এবিষয়ে নব-নির্বাচিত সভাপতি মো:ফাহাদ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট এর হাই কমিশন মো: আসুদ আহমেদকে। অভিনন্দন জানিয়েছেন কাতারে অবস্থানরত বাংলাদেশ এর সকল প্রবাসিদেরকে এবং যারা তাকে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের সহযোগিতায় যেন প্রবাসিদের জন্য কাজ করতে পারেন সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কাতার প্রবাসীদের সংগঠন পিআইবি’র কমিটি অনুমোদন
