ষ্টাফ রিপোর্টারঃ
ইয়ুথ ওয়েব রিডার্স ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় একটি হলরুমে ক্যারিয়ার ডিজাইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ফোরামের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাঈম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় এবং সিলেট জোন কো-অর্ডিনেটর মো: এমদাদ হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচডি গবেষক, ইউনিভার্সেল কলেজের চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচডি গবেষক, লেখক ও কলামিষ্ট এড. আবু তাহের প্রমুখ।
Post Views:
0