ষ্টাফ রিপোর্টারঃ
হাওর বাঁচাও, কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল বাজারে ১৩ দফা দাবি নিয়ে কৃষকরা প্রতিবাদ সমাবেশ করেন।
হাওর বাঁচাও, কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কুলাউড়া উপজেলা সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষখ জসিম উদ্দিন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহ্, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, সাবেক প্রধান শিক্ষক মোঃ খুর্শেদ উল্ল্যাহ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল মালিক, আপ্তাব উদ্দিন আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু, ইমাদ উদ-দীন, এডভোকেট আব্দুস সামাদ, মোঃ মানিক মিয়া মূসা, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, জহিরুল ইসলাম হাকিম, মামুনুর রহমান ও হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি এম এস আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চলতি বোরো মৌসুমে সরকার ১৩ লক্ষ টন ধান/চাল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কৃষকের কাছ থেকে মাত্র দেড় লক্ষ টন ধান ক্রয় করিবে। বাকি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টন মিল মালিকের কাছ থেকে ক্রয় করিবে। দেশের ৯০ ভাগ গরিব কৃষকের কাছ থেকে দেড় লক্ষ টন ধান ক্রয় করা খুবই সামান্য। মিল মালিকগণ ধান চাষ করেন না। তারা কৃষকের কাছ থেকে কম দামে ধান ক্রয় করে বেশি দামে সরকারের কাছে বিক্রি করেন। এতে কৃষকরা ধানের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হন। এই তের লক্ষ টন ধান কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করতে হবে। অন্যতায় আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।