স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী মিজান ও সংরক্ষিত পুলিশ পরিদর্শক অজয় কুমার মুৎসুদ্দী এর বদলীজনিত বিদায় সংবর্ধনা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, সারোয়ার আলম, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রাশেদুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও টিআই বৃন্দ।
সদ্য বদলী হওয়া সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সার্কেলে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) সহকারি পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি সিলেট মেট্টোপলিটন পুলিশের সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসানের বিদায় সংবর্ধনা
