স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আছকির খান পুলিশ প্রশাসনের অসযোগীতার অভিযোগ এনে নির্বাচনে ভোট বর্জন করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সহকারি রিটার্নিং অফিসার ফেরদৌসী আক্তারের কাছে কাপ-পিরিচ প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। সহকারি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে তিনি সাংবাদিকদের জানান, কাপ পিরিচ প্রতিকের প্রার্থী শাহজাহান খান পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে জাল ভোট সহ কেন্দ্র দখল করেছেন। তিনি বলেন, কাপ-পিরিচের কর্মীরা সাইকেল ও অটোরিকশা দিয়ে নৌকার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এজন্য আমি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
এসময় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা প্রতিকের প্রার্থী ফারুক আহমদ ভাল্ব প্রতিকের প্রার্থী সাইদুজ্জামান আনসারী মনাইর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জন করেন।
Post Views:
0