ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৯টি বুথের মধ্যে ২টি বুথে একটিও ভোট পড়েনি। এমনটি জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসর নীলাদ্রি শেখর দাস। তিনি বলেন, ভোটারদের অপেক্ষায় আছেন বুথের দায়িত্বে থাকা পোলিং অফিসাররা। তবে ওই সেন্টারের ৯টি বুথে ২ হাজার ৯’শ ৯৭জন ভোটারের মধ্যে ২২ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন। ওই কেন্দ্রের ৩নং ও ৯নং বুথে একটিও ভোট পড়েনি।
শহরের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে দুপুর ১০.৩০ মিনিটে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ মাজহারুল মজিদ জানা যায়, ৩ হাজার ৩’শ ৯০টি ভোটের মধ্যে ৬২টি ভোট পড়েছে। ১১.১০মিটিন পর্যন্ত পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ২’শ ভোটেরর মধ্যে ১১০টি ভোট পড়ে। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ১১টা পর্যন্ত ৩ হাজার ৫’শ ৮৫টি ভোটের মধ্যে ১২৮টি ভোট পড়ে বলে সংশ্লিষ্ট অফিসাররা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়ও ভোটারের উপস্থিতি তুলনামুলক অনেক কম। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এ ভোট নিয়ে ভোটারদের তেমন আগ্রহ নেই।