কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে একটি হাত বিশিষ্ট অস্বাভাবিক এক শিশুর জন্ম দিয়েছেন মিতালী ভর নামের এক চা শ্রমিক। নবজাতকটি এখনও সুস্থ অবস্থায় জীবিত রয়েছে। মিতালী ভর(২৫) উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার ৭ নম্বর নতুন লাইনের চা শ্রমিক উত্তম কুমার ভরের স্ত্রী। শুক্রবার রাতে প্রসব ব্যথা হলে বাগানের দাই দিয়ে শিশুটির প্রসব করানো হয়। নবজাতকটি ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় তার ডান হাত আছে কিন্তু বাম হাত কব্জি বাকী অংশ নেই এবং দু’পায়ের গোড়ালি থেকে বাকী অংশ নেই। সংবাদটি ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকেই শিশুটিকে এক নজর দেখার জন্য উৎসুক স্থানীয়রা ভিড় জমান এ বাড়িটিতে। অনেকে আবার আর্শীবাদ হিসাবে টাকাকড়ি ও রেখে যাচ্ছেন শিশুটির পাশে। মিতালীর স্বামী উত্তম কুমার ভর জানান, উপরওয়ালার ইচ্ছে তাই আমাদের সংসারে জন্মগত ত্রুটি নিয়ে এমন পুত্র শিশু জন্ম নিয়েছে, জানিনা এটা ভগবানের আর্শিবাদ নাকি অভিশাপ নিয়ে জন্ম নিলো আমার এ পুত্রটি। তবে শিশুটির মা সুস্থ রয়েছে জানায় উত্তম ভর।
Post Views:
0