ষ্টাফ রিপোর্টারঃ
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড, বেতন নির্ধারণ ও বৈষম্য নিরসনের দাবিতে বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মৌলভীবাজা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সদর উপজেলা সভাপতি মোঃ কবির আহমদ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবায়দুল হক এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা সভাপতি মইজুল হক, সাধারণ সম্পাদক মাছরুর আহমদ, রবেন্দ্র বিজয় দাস, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, নাজমিন চৌধুরী এলিন, শরীফ উদ্দিন, তাছনিম চৌধুরী বিথি ও মমতাজ বেগম প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন। দাবি না মানলে শিক্ষকরা আন্দোলনের হুশিয়ারী দেন।
মৌলভীবাজারে সহকারী শিক্ষকদের মানববন্ধন
