স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা তাঁতীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে সম্পন্ন হয়েছে। সম্মেলনে জেলা সভাপতি পদে মোহাম্মদ আলী হায়দার ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ লিয়াকত আলীকে নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিণিয়ার মোঃ শওকত আলী, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী প্রমুখ।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মুজিবুর রহমান বাচ্চু, শ্রী জয়া শর্মা ও আব্দুল গফফার খান। সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুকাম্মেল আলী, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ কবির, মোঃ জাকির হোসেন তরফদার, কাওছারুল হক ও নজরুল ইসলাম মনা।
মৌলভীবাজারে তাঁতীলীগের সম্মেলন সম্পন্ন
