কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের “মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা” সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। শুক্রবার দুপুরে ৪০ জন মেয়েকে এ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। জাগরণ যুুব ফোরামের সভাপতি এবং প্রশিক্ষণ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচীর উদ্যোক্তা মোহন রবিদাসের পরিচালনায় উপস্থিত ছিলেন, রণজিৎ রবিদাস, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষক শিপা রবিদাস, অষ্টমী গোয়ালা, লাভলী শীল, আরতি শীল, মুন্নী প-িত, মৌমিতা বাউরী প্রমুখ। এ ছাড়াও সহযোগিতায় সুমা গোস্বামী, টুম্পা গোয়ালা, সুবর্ণা গোস্বামী ও স্যানিটারি প্যাড দিয়ে সহযোগিতা করেন ফাইজা রহমান। জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, আলীনগর চা বাগানের মতো সকলের সহযোগিতা পেলে আমরা দেশের প্রতিটি চা বাগানে “মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা” বিষয়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও সহায়ক সামগ্রী প্রদান করবো।
কমলগঞ্জে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান
