স্টাফ রিপোর্টার:
অগ্রণী ব্যাংকের মালিকানাধীন অগ্রণী এসএমই ফাইন্যান্সিং এর ৫১তম শাখা শুক্রবার সকালে মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন করা হয়।
অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ নুরুল হক এর সভাপতিত্বে ও সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল মতি পলাশ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেডের উপ-মহা-ব্যবস্থাপক মোঃ মুজাহিদুল ইসলাম জোয়ারদার, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও সহকারী মহা-ব্যবস্থাপক বিশ্বজিৎ দাস, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক আহমদ ও ২য় কর্মকর্তা মোঃ মুনির হোসেনসহ অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের ব্যবস্থাপকগণ, কর্মকর্তাবৃন্দ, এলাকারগন্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ।
Post Views:
0