বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদের ১৪ প্রার্থীর মধ্যে ৮ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র তাজ উদ্দিন, আজিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্না আক্তার মনি, রাজিয়া সুলতানা চৌধুরী, ফারহানা বেগম, নাজমা বেগম ও হাজেরা বেগম। বাছাই শেষে বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এ ঘোষণা দেন।
বড়লেখায় ১৪ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল
