স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা বারের আইনজীবি মরহুম এডভোকেট জামিল উদ্দিন চৌধুরী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এর সভাপতিত্বে ও এডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, এডভোকেট শান্তিপদ ঘোষ, পাবলিক প্রসিকিউটর এস এম আজাদুর রহমান, ব্যারিষ্টার জিসান হায়দার, এডভোকেট আব্দুল খালিক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, ব্যারিষ্টার জহরত আজিজ চৌধুরী, মরহুমের বড় ছেলে মুনজের আহমদ চৌধুরী প্রমুখ।
স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে রাতের নৈশ্যভোজ করা হয়।
এডভোকেট জামিল উদ্দিন চৌধুরী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
