কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সাড়ে ৩ টায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রজসিম মিয়ার ছেলে রিফাত মিয়াসহ ৪ শিশু মাঠে ক্রিকেট খেলছিল। সাড়ে ৩টায় আক্িস্মক ভাবে বজ্রপাত হয়। এ বজ্রপাতে খেলার মাঠেই ছাত্র রিফাত মারা যায়। সাথের ৩ শিশু উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৭), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১০) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২) আহত হয়েছে। রিফাতসহ আহত ৩ শিশুকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষনা করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বজ্রপাতে রিফাত মারা গেছে আর বাকি ৩ শিশু আহত হওয়ার কথা স্বীকার করেছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুর হক বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও ৩ শিশু আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতরা আর্তিক সহায়তা পাবে।
কমলগঞ্জে বজ্রপাতে হতাহত ৪ শিশু
