বড়লেখা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন দলের মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন।
শনিবার বেলা ১ টায় পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা ঘোষণা করে বলেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে একজন সক্রিয় কর্মী হিসেবে অংশ নিয়েছেন। কখনও আদর্শচ্যুত হননি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশা করেছিলেন। মনোনয়নপত্রে জমা দেওয়া জীবন বৃত্তান্তে তিনি এসব কথা উল্লেখ করেছেন। এরপরও দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য তিনি সাধারণ মানুষসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুবেদার আব্দুল খালিক, রিয়াজ উদ্দিন, ফনি চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সন্তান মুমিনুর রহমান টনি, আলতাফ হোসেন মাসুম, তাজুল ইসলাম, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।
প্রসঙ্গত, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনজন। তাঁরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।
তাদের মধ্যে গত ১০ ফ্রেব্রুয়ারি দলীয় মনোনয়ন পান বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। দলের মনোনীত প্রার্থীকে প্রত্যাখান করেন মনোনয়ন বঞ্চিত মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন এবং সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ। ওইদিনই (১০ ফ্রেব্রুয়ারি) উপজেলা চেয়ারম্যান পদে সোয়েব আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। এরই মধ্যে শনিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন।
নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন
