বড়লেখা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা
করার জন্য মৌলভীবাজারের বড়লেখায় সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন সোয়েব আহমদ। সোয়েব আহমদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। এইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সুহেল মাহমুদের কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, সোয়েব আহমদ বিপুল ভোটে বিজয়ী হয়ে দুইবার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সে লক্ষ্যে প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তাঁর মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন সুয়েব
