স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীন মিয়ার ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাউদ্দিন (Academic Development and Class room management), মোঃ তাজুল ইসলাম।
(একজন আদর্শ শিক্ষকের গুনাবলী)বিষয়ে কর্মশালায় অংশ নেয় আটঘর উচ্চ বিদ্যালয়, হলি চাইল্ড কেজি এবং হযরত শাহ জালাল ইসলামী একাডেমী শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জরিপ মিয়া, প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুর রহমান, দাতা সদস্য শেখ রায়িব মিয়া ও অভিভাবক শিপন মিয়া প্রমুখ।
মৌলভীবাজারে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
