কমলগঞ্জ প্রতিনিধি:
সিলেটগামী আন্তঃনগর ৭২২ নং পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের যান্ত্রীক ত্রুটির কারণে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌণে ১১টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর ৭২২ নং আপ পারাবত এক্সপ্রেস ট্রেন সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে এসে সকাল পৌণে ১১টায় শ্রীমঙ্গল পৌঁছে। শ্রীমঙ্গল স্টেশনে আসার পর দেখা যায় এ ট্রেনের ইঞ্জিনের যান্ত্রীক ত্রুটি থাকায় আর চলাচল করতে পারছে না। ফলে সকাল পৌণে ১১টা থেকে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শ্রীমঙ্গল স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ও শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ট্রেনের ইঞ্জিনের বাফা হুক ভেঙ্গে গেছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে ত্রটিযুক্ত পারবাত ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে কুলাউড়া জংশন স্টেশনে নিয়ে মেরামত করে আবারও এসে পারাতন ট্রেনটি টেনে সিলেট নিয়ে যায় হয়।
আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিনের যান্ত্রীক ত্রুটিতে শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে
