কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ পিছ ইয়াবাসহ আলমগীর মিয়া (২৬) নামের ১জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এএসআই আয়েছ মিয়া, সাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পতনউষার ইউনিয়নের নয়াবাজারের প্রবাসী মুমিন মিয়ার মার্কেটের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আলমগীর কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে। পুলিশ জানায় আটক আলমগীর নিয়মিত ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক আলমগীরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জে ইয়াবা সহ আটক -১
