কমলগঞ্জ প্রতিনিধি:
“সুস্থ সবল জাতি চাই-পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই”এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন এর আয়োজনে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.তকবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য ওসি এলেসডি সবিতা রানী ও শাকিব আহমেদ খান । এছাড়া উপস্থিত ছিলেন শাহীন আহমেদ,মো. সামসু মিয়া, মুহিত আহমেদ প্রমূখ।
কমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
