স্টাফ রিপোর্টার:
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১৯তম বর্ষপূর্তি ও ২০তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে শহরের ইম্পিরিয়েল কলেজে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিতর্কে শহরের ইম্পিরিয়েল কলেজের শিক্ষার্থীরা সরকারি দল ও হোয়াইট পার্ল কলেজের শিক্ষার্থীরা বিরোধী দল হিসেবে অংশ গ্রহণ করে।
এ সময় স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বজনের সহ-সাংগঠনিক সম্পাদক উমর ফারুক টিপু, বিচারক হিসেবে ছিলেন, সাংবাদিক এমদাদুল হক ও জাতীয় বিতার্কীক আহমদ সাদী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সংগঠনের সহ-সভাপতি মোক্তাদির হোসাইন, যুগ্ন-সম্পাদক সুলতান আরিফিন খান তাজুল ও প্রভাষক সুমন আহমদ প্রমুখ।
মৌলভীবাজারে স্বজনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা
