কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শুকুর উল্লাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও তৃষ্ণা রানী সিনহা এর সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আসহাবুর ইসলাম শাওন, মামুন আহমেদ ভূঞা, সিরাজুল ইসলাম, মোশাহিদ আলী ও আব্দুস সবুর প্রমূখ ।
প্রায় শতাধিক মায়ের উপস্থিতিতে এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি বাড়িতে মায়েদের ভূমিকা কি হতে পারে এ সম্পর্কে অতিথিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা আরো বলে শুকুর উল্লারগাঁও সরকারি প্রাাথমিক বিদ্যালয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাঙ্গাল মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থিত হওয়ায় এখানে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার পেছনে মূলকারণ এ গ্রামটিতে জনসংখ্যা কম। তাই শিক্ষার্থীর উপস্থিতি কম হওয়ার কারণে বিদ্যালয়টি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ করে না দেন । যদি শিক্ষার্থী কম থাকার কারণে বিদ্যালয়টি বন্ধ দেয়া হয তাহলে ক্ষুদ্র এ নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে নিজের জীবনটা কে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে বলে অনেক অভিভাবক মতামত পোষন করেন।
কমলগঞ্জে মা সমাবেশ অনুষ্টিত
