কুলাউড়া প্রতিনিধি :
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এমন স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে কুলাউড়া থানা পুলিশ। ২৮ জানুয়ারি সোমবার সকাল ১১টায় কুলাউড়া থানার প্রধান ফটক থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। ব্যান্ড দল নিয়ে সাথে ছিলো কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা। র্যালি থেকে পুলিশ সদস্যরা সচেনতামূলক বিভিন্ন ধরণের লিফলেট সাধারণ মানুষের কাছে বিতরণ করেন। পরে থানা প্রাঙ্গণে এক আলোচনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসার পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ, কুলাউড়া পৌর সভার মেয়র আলহাজ্জ শফি আলম ইউনুছ, থানা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ। র্যালিতে কুলাউড়া থানার সকল পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সদস্যরা অংশ নেন।#
Post Views:
0