কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মুসলিম উদ্দিনকে (৪০) তার নিজের স্ত্রী রিমা বেগম কূপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর দেড় বছরের ছোট সন্তানকে নিয়ে রাতেই পালিয়ে যান স্ত্রী রিমা। রোববার ২৭ জানুয়ারি রাত ১০ টায় ইউনিয়নের ট্রাট্রিউলি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক ও পুলিশ সুত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের ট্রাট্রিউলি গ্রামের মুসলিম উদ্দিন রোববার বিকালে স্ত্রী রিমার সাথে ঝগড়া করেন। এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বেরিয়ে যান। রাত ১০ টার দিকে স্বামী ঘরে যাওয়ার পর ঔৎ পেতে থাকা রিমা বেগম দা দিয়ে স্বামীর মাথায় কূপ দিয়ে গুরুতর জখম করেন। এসময় মুসলিমের চিৎকারে তাদের সন্তানরা জেগে উঠে এবং চিৎকার শুরু করে। সন্তানদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় মুসলিমকে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে লোকজন আসার আগেই রিমা বেগম দেড় বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে পালিয়ে যান। তাদের ৪টি সন্তান রয়েছে। স্ত্রী রিমা বেগম একই উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদাপুর (নওয়াগাঁও) গ্রামের আব্দুল মন্নানের ৩য় মেয়ে। প্রায় ১৩ বছর আগে তাদের বিয়ে হয়।
কুলাউড়া থানার এসআই সানা উল্লাহ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক আলমতে দায়ের কূপেই মুসলিম উদ্দিনের মৃত্যু হয়েছে। ওসি মো. শামীম মুসা জানান, এ ঘটনায় হত্যা মামলা হবে। পলাতক স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Post Views:
0