কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম ইকরাম উদ্দিন (১৪)। সে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও নইনারপাড় এম এ ওয়াব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ।
জানা গেছে, এলাকায় সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের নেয়া বৈদ্যুতিক লাইনে তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম নিহত হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে এগারো টায় কমলগঞ্জ থানার এস আই বেলায়েত হোসেনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকরামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
