ষ্টাফ রিপোর্টারঃ
ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রয়াত রাজনীতিবিদ শশাংক শেখর ঘোষ স্মরণে গঠিত স্মৃতি সংসদ কর্তৃক প্রকাশিত ‘আমার মুক্তি আলোয় আলোয়’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সংকলনের উপদেষ্টা এম এ রহিম (সিআইপি) এর বাসভবনে ১৭ ই জানুয়ারী মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এম এ রহিম সিআইপির সভাপতিত্বে ও প্রকাশনাটির সম্পাদক আহমদ ফয়ছল আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর চেয়াপারসন ড. খলিকুজ্জমান, অধ্যাপক জাহেদ আহমদ, অধ্যাপক শাফি আহমদ, পিকেএসএফ উপ-ব্যবস্থাপক পরিচালক ড. জসীম উদ্দীন, মেীলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব কান্তিধর, আইনজীবি কিশোরীপদদের শ্যামল ও স্মৃতি সংসদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ঘোষ প্রমুখ।
মৌলভীবাজারে আমার মুক্তি আলোয় আলোয় সংকলনের মোড়ক উন্মোচন
