ষ্টাফ রিপোর্টারঃ
ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন (অরপিংটন) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার রাতে শহরের রেষ্ট ইন হোটেলে মতবিনিময় সভা ও প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি ব্যাংকার ও কলামিষ্ট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কিমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোশাহিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ডাঃ সাদিক আহমদ, সৈয়দ শাহাবউদ্দিন আহমদ, নোটারীয়ান শাহাব উদ্দিন, ব্যবসায়ী প্রবাসী শামীম আহমদ, এডভোকেট মামুনুর রশিদ মামুন, ব্যবসায়ী এম.মুহিবুর রহমান মুহিব, ইহাম মোজাহিদ ও এম. এ. সামাদ ও নুরুল ইসলাম প্রমুখ।
মৌলভীবাজারে মতবিনিময় সভা ও প্রবাসীকে সংবর্ধনা
