কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১ টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা। অভিযানকালে শমশেরনগর বাজারের কাজী বেকারী এন্ড কনফেকশনারীকে ৬ হাজার টাকা, আউলিয়া হোটেলকে ১ হাজার টাকা, বিপ্লব ফামের্সীকে ৫ শত টাকা, রুপসী বিউটি পার্লারকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
Post Views:
0