জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরকুল গ্রামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে স্কুল যাবার সময় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছে হেলাল উদ্দিন (৩৫) নামক এক বখাটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনের সহায়তায় বখাটে হেলালকে আটক করতে সক্ষম হয় পুলিশ। স্কুল ছাত্রী বর্তমানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ছাত্রীর পরিবারের লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে কচুরকুল উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী সকাল আনুমানিক সাড়ে ৯টায় স্কুলে যাচ্ছিল। কচুরকুল উচ্চ বিদ্যালয়টি পাহাড়ী জনপদে হওয়ায় ওই শিক্ষার্থী কচুরকুল গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির পাশ দিয়ে যেতে হয়। হেলাল উদ্দিন স্ত্রীর ব্লাউজ সেলাই করতে টেইলারের কাছে কাপড় দিবে বলে ওই স্কুল ছাত্রীকে বাড়িতে নিয়ে কৌশলে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই শিক্ষার্থী চিৎকার করে ঘরের দরজা খুলে পার্শ্ববর্তী নিজাম উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়।
ঘটনা শুনে স্থানীয় লোকজন বখাটে হেলাল উদ্দিনকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় গোয়াল বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনের সহায়তায় পুলিশ বখাটেকে আটক করতে সক্ষম হয়।
জুড়ী থানায় অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাকারি হেলাল উদ্দিন কচুরকুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
জুড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অপরাধে আটক-১
