রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়কাপন এলাকার খালের পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। রোববার সকালে এলাকাবাসী শিশুকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়কাপন এলাকার দলিল লেখক মকদুছ মিয়ার বাড়ির সামনে খালের পাশে মুখে প্লাস্টিক টেপ লাগানো একটি পুটলার মধ্যে একটি নবজাতক শিশু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি এলাকায় জানাজানির পর স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনা স্থলে এসে রাজনগর থানাকে খবর দেন। পরে এসআই আবু মোকছেদ এসে নবজাতক শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। শিশুটি বর্তমানে হাসপাতালে ডাক্তার আব্দুল্লাহ আল বাকীর তত্ত্বাবধানে রয়েছে।
এ বিষয়ে রাজনগর থানার ওসি তদন্ত আবুল কালাম নবাজাতক উদ্ধারের সত্য নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা সমাজ সেবা অফিসের কাছে এটা স্থানান্তর করেছি।
রাজনগরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
