জুড়ী প্রতিনিধি:
বাড়ছে শীতের তীব্রতা। শীতের সঙ্গে সমাগত আরও একটি চিরায়ত দৃশ্য দেখা মিলে বিভিন্ন চা বাগানের দরিদ্র শীতার্ত চা-শ্রমিকদের মাঝে। এই কনকনে শীতে জবুতবু অসহায় চা-শ্রমিকদের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র দিয়ে মানবতার নজির স্থাপন করলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার। বিভিন্ন চা বাগানের দরিদ্র শীতার্ত চা- শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করা শতাধিক কম্বল নিয়ে জুড়ীর ছোটধামাই চা-বাগান, সোনারূপা চা বাগান ও কৃষ্ণনগর গ্রামের শ্রমিক বসতি এলাকায় প্রবেশ করেন। বাড়ি বাড়ি ঘুরে শীতে কাতর দরিদ্র নারী-পুরুষদের বাছাই করে তিনি তাদের হাতে কম্বল তুলে দেন। শুধু তাই নয়, নিজ হাতে অনেক শীতার্ত শ্রমিকের গায়ে কম্বল জড়িয়ে দেন। শুক্রবার তিনি উপজেলার আরো কয়েকটি এলাকা দরিদ্র শীতার্তদের মাঝে আরো ১০০টি কম্বল বিতরণ করেন।
রাতের আঁধারে শীতবস্ত্র দিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ
