ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহ-সভপতি সাংবাদিক মতিউর রহমান ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় বাদ আসর দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মতিউরের অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Post Views:
0