যুক্তরাজ্য প্রতিনিধি:
বাংলাদেশের রাজনীতিতে উজ্জল নক্ষত্র আওয়াশীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ৭১।
জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগ লিডার মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সাধারন সম্পাদক লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পরম আস্থাভাজন সিপাহসালার বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য, বিজ্ঞ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারবর্গ এর প্রতি সমবেদনা সহ মহান আল্লাহ যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি আবেদন জানিয়েছেন। নেতৃবৃন্দ বাংলাদেশর রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে বলেন সমকালীন রাজনীতিতে সততা, দূরদর্শিতা, সহনশীলতা ও বিচক্ষণতা দিয়ে যিনি একজন আদর্শ রাজনীতিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। দেশ ও জাতি একজন সত্যিকারের দেশ প্রেমিক সৎ ও নিষ্টাবান ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এক আপনজনকে হারালো বলে অভিমত ব্যাক্ত করেছেন।
সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইডের শোক
