কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বুধবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভায় নিজের প্রার্থীতা ঘোষনা করেন তিনি।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন্দ্র মল্লি¬ক রবির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, আব্দুল মজিদ মনু, ফটিক মিয়া, আবু মোঃ নাসির, মছলু আমিন, জমির খাঁন, গেদা মিয়া, রুহুল আমীন, শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, কৃষকলীগ নেতা ফুয়াদ আলম চৌধুরী, মামুন রহমান প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মত প্রকাশে করে বলেন আসন্ন উপজেলা নির্বাচনে এ কে এম সফি আহমদ সলমান কে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান।
Post Views:
0