কমলগঞ্জ প্রতিনিধি:
চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের নীচে পড়ে দু পা হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরন্যের ভিতরে। পর্যটন এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ দু’পা হারানো গুরুতর আহত রাজনগর উপজেলার পশ্চিমকাস নিজগাঁও এলাকার জয়নাল আবেদীনের পুত্র সোহেল মিয়া (২২) কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কমলগঞ্জ থানা ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের যাত্রী ছিলেন সোহেল মিয়া। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর প্রবেশ করার পর ট্রেনের প্রবেশ পথে বসে থাকা সোহেল মিয়া হঠাৎ করে ট্রেন থেকে ছিটকে পড়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দু’ পা কাটা পড়ে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত যুবকের নাম পরিচয় জেনে তার পরিবার সদস্যদের খবর দিলে তারা এসে জানিয়েছে সে মানসিক প্রতিবন্ধী ছিল। গত ১০ দিন ধরে সে নিখোঁজ ছিল।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় আরও জানান এখন যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যুবককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কমলগঞ্জে ট্রেন থেকে ছিটকে পড়ে দু’পা হারালো যুবক
