স্টাফ রিপোর্টার:
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (ইবতেদায়ী ও জেডেসিতে) অতীতের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মৌলভীবাজারের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। দুই বিভাগেই প্রতিষ্টানটি জেলার শীর্ষে রয়েছে।
মাদ্রাসা থেকে জানা যায়, এবার (ইবতেদায়ী) শ্রেণীতে পরিক্ষায় ২২জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২টি জিপিএ-৫ ও ১৩টি জিপিএ-৪ সহ শতভাগ শিক্ষার্থী উত্তির্ণ হয়। এদিকে দাখিল অষ্টম শ্রেনিতে (জেডেসিতে) ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২াট জিপিএ-৫ ও ২৩টি জিপিএ-৪ সহ শতভাগ শিক্ষার্থী উত্তির্ণ হয়।
শতভাগ ফলাফলের বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হক বলেন, এ ফলাফলের পিছনে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অনেক অবদান রয়েছে। শিক্ষকরা আন্তরিকতার সহিত পাঠদান করায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ ফলাফলের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে আরো ভালো ফলাফল আশা করেন।