স্টাফ রিপোর্টার:
বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং একটি শাস্তি যোগ্য অপরাধ। এর স্বীকার হয়ে অধিকাংশ মেয়ে অল্প বয়সে মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ছে। হারিয়ে যাচ্ছে মেধাবী মেয়েদের প্রতীভা। দেশ ও জাতি গঠনে ভুমিকা রাখতে পারছেনা এ সকল মেধাবী মেয়েরা।
এগুলো বন্ধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি দীর্ঘ ২ বছর ধরে মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন করছে। এই বিষয়ে কমিউনিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পে ২০১৬ সাল হতে মৌলভীবাজার সদর উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু করে। কর্মসূচির শুরুতে জেলার সরকারি কর্মকর্তা, সমমনা এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিষয়টি অবগত করা হয়। সর্বস্থরে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থী নিয়ে একটি কমিউনিটি ওয়াস গ্রুপ গঠন করা হয় এবং ১৫টি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী থেকে ৫জন কওে ২৫ জন সদস্য নিয়ে স্টুডেন্টস ওয়াচ গ্রুপ গঠন করা হয়। এগুলো গঠনের লক্ষ হল সমাজ থেকে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধ করা। এদিকে কর্মসূচির দায়িত্বশীলরা সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে জেলা যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক গঠন করেন। যাদের মাধ্যমে সমাজের আনাছে কানাছে ছড়িয়ে চিঠিয়ে পড়া মেয়েদের বিভিন্ন হয়রানি থেকে রক্ষা করবে। মেয়েদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কার্যকরি ভুমিকা রাখবে।
বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধে জেলা পর্যায়ে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মসূচির দায়িত্বশীলরা একাধিকবার মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিদ্যালয়ের সামনে সচেতনতা মূলক দেয়াল লিখন করা হয় এবং হটলাইনের নাম্বার দেয়া হয়। যাতে হয়রানির স্বীকার যে কেউ দ্রুত হটলাইনে ফোন দিয়ে সহযোগিত নিতে পারে। গত ২ বছরের কর্মসূচির ধারাবাহিকতায় পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় ও বাহার মর্দন জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় জেলা পুলিশ সুপার কর্তৃক তাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও জেলার রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও সদর উপজেলার আরো ১৫টি বিদ্যালয়কে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবেই মৌলভীবাজার জেলা থেকে বাল্য বিবাহ রোধ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধের জন্য কাজ করছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন।
মৌলভীবাজারে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধে প্রচেষ্টা অব্যাহত
