কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর চলন্ত ট্রেনের আঘাতে আহত হয়ে একটি মায়া হরিণ মারা যায়। ময়না তদন্ত শেষে মৃত মায়া হরিণটিকে মাটি চাপা দিবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বুধবার সকাল ১০টা লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন বিভাগের অফিসের অদূরে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি সংলগ্ন রেলপথের ধারে মাথা মটকানো অবস্থায় মৃত মায়া হরিণটিকে দেখতে পাওয়া যায়।
জানা যায়, বুধবার সকাল ১০টায় রেলপথের ধারে মাথা মটকানো অবস্থায় মৃত মায়া হরিণটিকে লোকজন দেখে বন বিভাগে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় মায়া হরিনটি উদ্ধার করে লাউয়াছড়া বনবিট অফিসে নিয়ে আসা হয়।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সদস্য সাজু মারছিয়াং বলেন, উদ্ধারকৃত মৃত মায়া হরিণটির ঘাড় মটকানো ছিল। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে তার মাথায় আঘাত জনিত কারণে মৃত্যু হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ভ্যাটেনারী সার্জন দ্বারা মৃত হরিণের ময়না তদন্ত শেষে সেটিকে মাটি চাপা দেওয়া হবে। তিনি আরও বলে, মনে হচ্ছে সকালে রেলপথ অতিক্রমকালে কোন একটি চলন্ত ট্রেনের আঘাতে এই মায়া হরিণটি মারা গেছে।
Post Views:
0