কমলগঞ্জ প্রতিনিধি:
এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গেলো সময়ে বেশ কয়েকটি ব্রীজ নির্মাণ,রাস্থাঘাটের ব্যাপক উন্নয়ন,পল্লী বিদ্যুতের সংযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, নতুন ভবন ও প্রতিষ্ঠাসহ নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়নের ফলাফল স্বরুপ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ২লক্ষ ১১হাজার ৬শত ১৩ ভোট পেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে ৬ষ্ঠ বারের মতো ডাবল হ্যাটট্রিক বিজয়ী হন সাবেক চীফ হুইফ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। তার নিকটতন প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৬ হাজার ২শত ৯৫ ভোট। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এ দুটি উপজেলা নিয়ে মৌলভীবাজার- ৪ আসন গঠিত। দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সুধীমহল, ও সাধারণ ভোটাররা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি কে মন্ত্রী হিসেবে দেখতে চান। বিজয়ী হবার পরদিন থেকে নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ডাবল হ্যাট্রিক বিজয়ের পর নির্বাচনী এলাকায় দলীয় লোকসহ সর্বস্তরের জনসাধারনের এখন একটাই দাবী তুলছেন তাকে এবার মন্ত্রী হিসেবে দেখতে চাই। এলাকাবাসী বলছেন এই আসনে পর পর ৬বার তিনি নির্বাচিত হয়েছেন। প্রধান মন্ত্রীর নিকট আমরা প্রত্যাশা করছি তিনি আব্দুস শহীদকে মন্ত্রী হিসেবে আমাদেরকে অবশ্যই উপহার দিবেন। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আছকির মিয়া বলেন, মৌলভীবাজার- ৪ আসনের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি একটি মন্ত্রী, আমরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রত্যাশা রাখি, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’কে মন্ত্রী হিসেবে উপহার দিবেন। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ বলেন,কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার মাটি ও মানুষের প্রাণ প্রীয় নেতা উপাধক্ষ্য মোঃ আব্দুস শহীদ। যার ফল হিসাবে এই আসন থেকে তিনি ৬ বার সাংসদ নির্বাচিত হয়েছে। আমরা প্রধান মন্ত্রীর নিকট দাবী রাখছি এলাকার মানুষের ভালোবাসার উপহার হিসাবে এবারের মন্ত্রী সভায় আব্দুস শহীদকে অন্তরভুক্ত করবেন। কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসী অধীর আগ্রহ নিয়ে বসে আছেন ৬বারের সাংসদকে মন্ত্রী হিসাবে পাওয়ার জন্য। আমরা আশাবাদী দেশ নেত্রি এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন।
এদিকে বিজয়ী সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি নেতাকর্মীদের অতিউৎসাহী হয়ে আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে দূরে থাকতে সকল পর্যায়ের লোকজন ও সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন। ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬- ২০০১ পর্যন্ত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বর্তমান ১০ম সংসদের তিনি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সংসদ কমিটি, পিটিশন কমিটি ও কার্যপ্রণালী বিধি স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলেরও তিনি সদস্য। উল্লেখ্য যে, ১৯৯১,১৯৯৬ ২০০১,২০০৮,২০১৪ সালে আব্দুস শহীদ এমপি নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে ৬ষ্ট বার নির্বাচিত হয়ে ডাবল হ্যাটট্রিক করলেন আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী মোঃআব্দুস শহীদ এমপি।
ডাবল হ্যাটিট্রিক করা আব্দুস শহীদ’কে মন্ত্রী হিসেবে দেখতে চায়
