কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসনে ৬ষ্ট বার নির্বাচিত হয়ে ডাবল হ্যাটট্রিক করলেন আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী মোঃ আব্দুস শহীদ এমপি। ১ লাখ ১৮ হাজার ১২৩টি ভোট পেয়ে বিপুল ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হন। বিপুল ভোটে বিজয়ে আওয়ামীলীগ নেতাকমীদের মতো আনন্দ বন্যা বইছে।
জেলা রির্টানিং অফিসারের র্কাযালয় সুত্রে জানা যায়, কমলগঞ্জের মোট ৭২টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী মো:আব্দুস শহীদ পেয়েছেন ৯৭২৬৩ ভোট আর ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৪৩৭৮৬ ভোট। ভোটের ব্যবধান হচ্ছে, ৫৩৪৭৭ ভোট। অপরদিকে শ্রীমঙ্গলের ৮০টি কেন্দ্রের নৌকার প্রার্থী আব্দুস শহীদ ভোট পেয়েছেন ১১৪৭৫৯টি ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৫০১১৩ ভোট। ভোটের ব্যবধান ৬৪৬৪৬ ভোট। উভয় উপজেলার মোট ১৫২ টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে প্রাপ্ত ভোট নৌকার প্রার্থী আব্দুস শহীদ ভোট পেয়েছেন ২১২০২২ ভোট তার নিকটতম প্রার্থী ধানের শীষের মুজিবুর রহমান ৯৩৮৯৯। ভোটের ব্যবধান ১১৮১২৩ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের মাওলানা সালাউদ্দিন (হাত পাকা) উভয় উপজেলার ভোট পেয়েছেন ১৩২৫ এবং গণফোরামের প্রার্থী ( শেষে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করেন) (উদিয়মান সূর্য প্রতিক) উভয় উপজেলায় ভোট পেয়েছেন ১৪৭ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, ১৯৯১, ১৯৯৬, ২০০১,২০০৮,২০১৪ সালে আব্দুস শহীদ এমপি নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে ৬ষ্ট বার নির্বাচিত হয়ে ডাবল হ্যাটট্রিক করলেন আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী মোঃ আব্দুস শহীদ এমপি।
Post Views:
0