ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাজ্য একটি শান্তিপূর্ণ, সুষ্টু ও নিরপেক্ষ এবং সকল ভোটারের উপস্থিতিতে একটি নির্বাচন দেখতে চায়।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সাথে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে বিট্রিশ হাইকমিশনার প্রায় ঘন্টাখানেক সময় জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারছেন কি না।’