কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের ৬ উপজেলায় বালু উত্তোলনে উচ্চ আদালতে রায় ও বাস্তবায়ন বিষয়ে কমিউনিটি পরামর্শক মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে বুধবার ১২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এড. বিলকিস বেগম এর সভাপতিত্বে ও নূরুল মোহাইমীন মিল্টন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এর সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ শাহেদা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্না রায়।
সভায় মৌলভীবাজার জেলা ও কমলগঞ্জ উপজেলার নদী ও পাহাড়ি ছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিত উপায়ে বালু উত্তোলনের ফলে নানা সমস্যার কথা তোলে ধরা হয়। জেলার ৬টি উপজেলার ছড়া সমুহ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে উচ্চ আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা মামলার রায় বাস্তবায়ন বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। ধলাই নদী এবং পাহাড়ি বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন বিষয়ে নানা সমস্যার কথা তোলে ধরেন প্রনীত রঞ্জন দেবনাথ, মোস্তাফিজুর রহমান, মোনায়েম খান, নিরঞ্জন দাস, মনোয়ারা বেগম প্রমুখ।
কমলগঞ্জে বেলা’র কমিউনিটি পরামর্শ সভা
