স্টাফ রিপোর্টার:
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষায় অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মৌলভীবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল।
এবার পিইসি পরীক্ষায় এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে মোট ১৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১০ জন জিপিএ-৫ এবং ০৭ জন জিপিএ-৪ এর তদুর্ধ ফলাফল অর্জন করেছে। ভাল ফলাফল অর্জন করায় এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মুফিদুল শিপার বলেন, “স্কুলের এই সাফল্য মৌলভীবাজারসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে” । আগামীতেও সাফল্যের এই ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Post Views:
0