জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা থেকে বিএনপির তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এক যুবলীগ নেতার উপর বোমা হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় রাত ১টায় ডিবি পুলিশ মৌলভীবাজার-১ (জুড়ী -বড়লেখা) আসনের ২৩ দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠুর নির্বাচনী প্রধান সমন্বয়ক ও এজেন্ট জায়ফরনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও লন্ডনস্থ জুড়ী ওয়েল ফেয়ার এসোসিয়শন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মাছুম রেজাকে তাঁর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বড়লেখা উপজেলা বিএনপি সভাপতি, ২৩দলীয় জোট বড়লেখা উপজেলা আহবায়ক-আব্দুল হাফিজ কে বড়লেখা কোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করেছে পুলিশ ।
এছাড়া ফুলতলা রাজকী এলভিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমকেও তাঁর নিজ বাড়ী থেকে রাতের গভীরে ঘুম থেকে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজার-১ আসনে বিএনপি মনোনীত ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী নাসির উদ্দিন মিটু।
জুড়ী ও বড়লেখায় ৩ বিএনপি নেতা গ্রেফতার
